বিভেদ ভেদাভেদ মতানৈক্য
আর হানাহানি ও সংঘাত
পাপ পঙ্কিলতা,অন্ধকারে ধরণী
অনিশ্চিত প্রভাত।
নিপীড়িত মানুষের আহাজারিতে
বাতাস হয়েছে ভারী
মৃত্যুর ফাঁদে ফেলে রক্ত খেলায়
মেতেছে অত্যাচারী।
ক্ষতবিক্ষত নারীর দেহ
শোন ওই চিৎকার
খাবলে খাচ্ছে হায়নার দল
করছে বলাৎকার।
দেশ প্রেমিক শৃঙ্খলাবদ্ধ
চোরদের পালন লালন
মানবতাকে দিয়েছে কবর
প্রতিহিংসার প্রতিপালন।
দেশটাকে খাচ্ছে লুটেপুটে
বাচাবার নেই চেষ্টা
যে যার মত খাবি খাচ্ছে
বাড়ছে আরো তেষ্টা ।
বন্ধু তুমি হয়তো এখনো
আছো কিছুটা সুখে
লালসার অগ্নিশিখায় জ্বলবে যেদিন
থাকবে না কেউ দিতে রুখে।
হে যুবক এখনই যুদ্ধে চল
যব তক আছে শক্তি বল
ছুড়ে ফেল দুষ্টু নারীর
মিথ্যা প্রেমের ছল ।।