কুয়াশার চাদরে
গ্রাম কিবা শহরে
শীতের আগমন।
নবান্নের উৎসবে
নতুন ধানের সৌরভে
তোমাদের আমন্ত্রণ।
বাড়িতে বাড়িতে
কুটুমদের খুশিতে
হরেক পিঠা বানানো,
নকশী পিঠায় থাকা
মনের মাধুরী আঁকা
থালাতে সাজানো।।
খেজুরের গুড় মুড়ি
দুধপিঠার নেই জুড়ি
ভাপা পিঠায় মজা,
মটর শুটির মাঠে
চড়ুইভাতির পাঠে
আমায় পাওয়া সোজা।।
শিশির কণা ঘাসে
রোদে মুক্ত হাসে
অতিথি পাখির ভ্রমন,
সরিষার ফুল ফোটে
সেলফি তুলতে ছোটে
আমার পাগল মন।।
নবান্নের উৎসবে
নতুন ধানের সৌরভে
তোমাদের আমন্ত্রণ।