আকাশে চন্দ্র সুর্য উঠে ঘড়ির কাটা মেপে
কখনো ঘটেনা ব্যাত্যয়
তবে এটাই কি তার ধর্ম নয়?
বৃষ্টির পানি,ঝর্ণার পানি গড়িয়ে পরে
নদীর দুকুল ছেপে নিম্নভুমি বা সমুদ্রের পানে
পাত্রের রঙে রঙ্গিন হয় সর্বদা
কারন এটাই তার ধর্ম সবাই জানি তা!
যত আছে পদার্থ কিংবা আণু পরমাণূ
প্রত্যেকের ভিন্ন ভিন্ন ধর্ম আলাদা বৈশিষ্ট
বাঘ,সিংহ,হরিণ কিংবা অন্য পশু
সবার জীবনে গুণাগুণে আছে বৈচিত্র।
এই মহাবিশ্বে আছে সবুজ বন বনানী
ফল ফসলের ভুমি পাখির কন্ঠে গান
তেমনি আমরা মানুষ মানুষ্য জাতী
আমাদের ও আছে জীবন জীবনের মান।
প্রকৃতির মাঝে আমরা মানুষ মানবিক হওয়াই ধর্ম
ব্যাক্তি স্বার্থ,অহংকার,হিংসা যখন ভর করে
তখনই মানুষ হয়ে যায় অধার্মিক অমানবিক।
আর মানুষের এই অধপতন হয় বলেই
সৃষ্টিকর্তা মহান আল্লাহ দিয়েছেন বিধিনিষেধ
দিয়েছে জীবন বিধান,দিয়েছে ধর্ম,
আর স্রষ্টার বিধান মেনেই মানুষ হয় মানবিক
হয়ে উঠে মানুষ বা মহামানব।।