প্রখর রৌদ্র উত্তপ্ত খরা অথবা কালবৈশাখী ঝড়
এসো জলচ্ছ্বাস আম্ফান,সুনামি,মরু ঝড় মরমর
তবু এ ধরনী হোক মুক্ত নির্বাণ
অত্যাচার জুলুমের হবে অবসান।
এ দুনিয়া এখন শোষণ ত্রাষণ পাপচারে ভরা
দিন যায় রাত যায় বন্ধ না হয় দঃখীর অশ্রু ঝরা
ফেরাউন নমরুদরাও গেছে চলি
তাদের রাজত্ব হয়েছে খান খান।
এ অত্যাচার জুলুমের ও হবে অবসান।।
আকাশজুড়ে এসো ঘণ আষাঢ়ে মেঘ কর বরষণ
ঘণ ঘণ বিদ্যুৎ আঘাৎ হান ধরনীরে কর দহন
এসো শ্রাবণ প্লাবনের বণ্যা
জলে ধুয়ে জাগিবে নতুন প্রাণ।
তবে অত্যাচার জুলুমের হবে অবসান।।
তুমি আবুবকর ওমরের মত দ্বীনদারীর কান্ডারী
তুমি যুদ্ধের ময়দানে খালীদ বিন ওয়লীদের রাঙ্গা তরবারী
এসো আর একটি মুক্তিযুদ্ধ হয়ে
যদিও কিছু রক্ত যাবে কিছু প্রাণ।
তবু এ অত্যাচার জুলুমের হবে অবসান।।