সবাই যেমন চায়,
ধনি গরিব বাদশা ফকির
ছোট বড় ছেলে অথবা নারী
তেমনি আমিও তোমাকে চেয়েছি
পাব বলে আশা রেখেছি
সেই আশাতে স্বপ্ন বুনেছি ।
তোমাকে আপন করে পেতে ।।
কত যাতনা কত যে বেদনা
কত যে অবহেলা অপমান ।
তুচ্ছ জ্ঞানে অভিমানে
হয়নি তবু পথ চলার অবসান ।
আর কতদূর কতটা পথ হবে যেতে ।।
দিনের পর দিন ,এরপর রাত
মাস যেয়ে মাস বছরের পর বছরান্ত ।
বিরামহিন সীমাহিন এই চলাতে
আজ আমি ক্লান্ত বিশ্রান্ত I
তবু তোমার আশা বুকে বেধে রাখি ।।
আজ এবং কাল অথবা সময় কোন এক
তোমাকে পেয়ে জুড়াবে প্রাণ,জুড়াবে আমার আঁখি ।।