প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত
পরিচিত অপরিচিত কত মানুষের সাথে দেখা
তার মধ্যে অনেকেই বলে, ভালো আছেন?
হ্যা ভলো আছি!
আসলে কে কতটুকু ভালো আছে খোঁজ নেওয়ার সময় কারোরই নাই,
তবু দিন রাত ভালো থাকার অভিনয় করে যেতে হয়।

আজ এই অত্যাধুনিক প্রযুক্তির যুগে
যন্ত্রের অতিব্যবহারে
মানুষ ও যেন একটা যন্ত্রে পরিণত হয়ে গেছে,
খুব বেশী সেলফিস
মায়া মমতাহীন , মাটির পুতুল।
নিজের সুবিধা পেতে একশো একশো
অপরের ক্ষেত্রে শূন্যতা।

অর্থ যশ খ্যাতির পিছনে দিনরাত ছুটাছুটি
এ ‍যুদ্ধে সবাই একে অপরের প্রতিপক্ষ
কি ভাই কি বোন ,পিতা বা মাতা বা অন্য কেউ
কেউ যেন কারোর নয়।
কে হাসলো কে কাঁদলো কে বাঁচলো কে মরলো
কে দুঃখ পেলো কে আনন্দিত হলো
তাতে কারোর কোন মাথা ব্যাথা নেই,
শুধু বড় হতে চাওয়া।
কে কার থেকে বেশী জমা করতে পারলো
কাকে নিচে ফেলে কে কতটুকু উপরে উঠতে পারলো
এই সব হিসাব নিকাশের ব্যাস্ততায়
যার জন্য এতকিছু
সেই সুখটাই যেন হয়ে যাচ্ছে নষ্ট।