যত আছে তত চায়, আরো অরো বেশি
চাহিবার এ আশা হবার নয় নিঃশেষি,
অন্তহীন প্রাপ্তী তবু যেন, পায়না খুজে সুখ
গুণিয়া জমা রাখে দেখিতে না চায় ভিখারীর মুখ।

হারানোর ভয় সদা থাকে সংশয় সংকোচ
দিলে লাগে ব্যাথা কষ্ট কাউকে দিতে উৎকোচ।
অল্পে যারা তুষ্ট তাদের দিয়ে ফাঁকি
গড়ে অট্টালিকা সাথে শরাব সুরা-সাকি।

গায়ের রক্ত করে পানি যতো টুকু করে আয়
ধনীরা তাতে করতলগত করে নানা চতুরতায়।
এ নেশায় মত্ত থেকে একদিন  মুত্য এসে যায়
আরো কিছু পাবার আশা অপুর্ণ থাকে হিয়ায়।