দিনের শেষে আঁধার রাতে যখন আমি যাই ঘুমে
মায়ার বাঁধন বেঁধে আমায় মরন তুমি যাও চুমে।
প্রভাত বেলা ভোরের হাওয়া
যখন করে অাসা যাওয়া
তখন আবার পাইযে জীবন রবের দেওয়া হুকুমে।
এমনি করে যায় যে জীবন বাঁচা মরার খেলায়
যতদিন আয়ু আছে লেখা আমার ভাগ্য নামায়,
বাঁচি মরি মরি বাঁচি তবু আশা করি পোষণ
করুনাময় প্রভু তুমি তাইতো তোমায় করি স্মরণ।
ঘুমের মোহ কেটে যখন জেগে উঠি
তোমার নামে খুলি আমার আঁখি দুটি
দিনের শুরুতে সেজদায় কপাল রাখি তোমার মাটির ভূমে।