শাপলা শালুক পদ্ম হাঁসে
জলাশয়ের জলে
বকূল ফুলের মালা গেঁথে
শিশুরা পড়ে গলে।

পাতার ফাঁকে কদম ফোটে
আরো হাঁসে কেয়া
তাইনা দেখে হাওয়ায় ভেসে
আসে ঝুমুর দেয়া।

বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
রাস্তা হয়েছে পিছল
সাবধানেতে চলতে হবে
নইলে পড়ে গোসল।

পুবাল হাওয়ায় নদীর বুকে
উঠছে উত্তাল ঢেউ
আসবেনা আজ খেয়া ঘাটে
ওপার যেতে কেউ।

নিঝুম রাতে সরব থাকে
ডাহুক ডাকে টুবটুব
ডুবার জলে হাঁসের ছানা
খেলতে খেলতে দেয় ডুব।