বিনা কাজে এই দুনিয়ায় যদি কিছুই না মেলে
কেমনে তবে আশা করো জান্নাত এমনি এমনি পাবে
কৃষক যদি সঠিক সময় ক্ষেত-খামারে কাম না করে
তবে কেমন করে ভরবে গোলা বছর জুড়ে কি খাবে?
ঐযে পাখি সকাল বেলায় ছোটে দুর অজানায়
খাবার খুজে সন্ধায় ফেরে নীড়ে
জীবন কি ভাই চলবে তবে জেলে মাঝির
যদি জাল না ফেলে বসে থাকে নদীর তীরে।
ফুলের বনে ঘুরে ঘুরে মধু এনে মৌমাছি
যদি চাকে নাই ভরে । তবে মধু আনতে কি যাবে?
একটুখানি ভাবো মন দুরের যাত্রা হবে কেমন
সফর খরচ ছাড়া
তোমার সঙ্গি কেউ হবে না যাবে সবাই একলা ফেলে
থাকুক যতই তারা।
রবের দেওয়া নিয়ামতে একটুখানি গরমিল হলে
চোখে নামে আঁধার অমানিশা
বিপদ আপদ আসলে পরে ব্যাকুল হয়ে উঠে মন
পায়না খুজে সঠিক পথের দিশা।
ঈমান এনে সাবধান হও থাকতে জীবন বেলা
খালি হাতে দোযখ হতে নিজকে সেদিন কেমনে বাঁচাবে !!