আজ বেলা-অবেলায় ভাবনাগুলো পাখা মেলায়
ঐ দুর নীল আকাশে
কষ্টগুলো ভীড় জমায় হৃদয় পুড়াতে আগুন জ্বালায়
দিশাহারা মন হতাশে।
আশায় নিরাশা অন্ধকার দেখি চারিদিকে
রঙিন স্বপ্নগুলো অবিরত হচ্ছে ফিকে
বাস্তবতার নিদারুন কষাঘাতে।
বাসনা কুসুম কলি লুটায়ে পড়ে ঝনঝাবাতে
বুকভরা ব্যথারবান কেউ না পারে সমঝাতে
নির্ঘুম জাগরণ তারার সাথে।।
সকাশে নাহি প্রকাশে ব্যর্থতার কারণ
ব্যথাতুর হৃদয়ের আক্ষেপ বলিতে বারণ
অকারণে করুন নয়নে থাকি চাহিয়া।
জমে থাকা কষ্টগুলো গুমড়ে গুমড়ে উঠে
যেমন যমুনার উত্তাল ঢেউ,তবু ঠোটে নাহি ফোটে
শান্তনা খুঁজি তবু ভাবিয়া ভাবিয়া।।