তুমি আজ ও আমায় বুঝলে না ,ভাবলে না
তোমার কথাই বলে গেলে ,আমার কথা শুনলে না।
মন যমুনায় উঠে তুফান তোমার ছুড়া বিষবাণে
দুচোখ জুড়ে অশ্রুবারি যেমন শ্রাবণের বর্ষা নামে
তরী আমার ডুবলো বুঝি তীর যে খুজে পাচ্ছেনা।
তোমার কথাই বলে গেলে ,আমার কথা শুনলে না।
আমার হৃদয় পুষ্পবনে তোমার নামে ফুল ফুটায়
গানের পাখি দিবা নিশি বিরহের গান গেয়ে যায়
আমার আকাশের চাঁদকে যেন তোমার ব্যাথার মেঘে ডাকে
সুখের গড়া স্বপ্নগুলো আপনা আপনি ভাঙতে থাকে
আমার গাথা ফুলের মালা তোমার গলায় পরলে না।
তোমার কথাই বলে গেলে ,আমার কথা শুনলে না।
দুঃখকে আর পাইনা ভয় দুঃখ যার চিরসাথী
আসবে না কেউ জ্বালতে আলো আধার রাতে প্রদীপ বাতি
যার অনলে অন্তর পোড়ে
বাইরের আলো জ্বালা ধরে
আগুনে যে জ্বলে চলে সেই ব্যাথা জানে তুমি কিছুই জানলে না।
তোমার কথাই বলে গেলে ,আমার কথা শুনলে না
তুমি আজ ও আমায় বুঝলে না ,ভাবলে না ।।