আমার আকাশ জুড়ে ঘন কালো মেঘ
ঘন ঘন বিদ্যুতের চপেটাঘাত ঝড়ো হাওয়া
জীবন শংকায় , মাঝে মাঝে নিচ্ছি দীর্ঘশ্বাস
তুমি হয়তো বলবে বেঁচে আছো আর কি চাওয়া।
বিশাল পৃথিবী আমার জন্য সংকোচিত ছোট
চারিদিকে শত্রুদের রক্তচক্ষুর সাবধানি দৃষ্টি
আমার প্রতিটি পদক্ষেপে দিয়েছে দাড়ি কমা
হাত বাঁধা যদি চাই কিছু করতে সৃষ্টি।
তবু ওরা বলবে বাবা বেঁচে আছো আর কি তোমার চাওয়া।
তাদের কথাই সত্য করে বললে হই দেশদ্রোহী
নিজের কথা আকপটে বললে আমি জঙ্গি
নিরব থাকলে সন্দেহ করে নতুন ষড়যন্ত্রের
আমায় করবে গুলি যদি পাই কিছু সঙ্গী।
তবু চিৎকার করে বলতে হবে আমি স্বাধীন
নিজ দেশে বন্ধি তবু বলতে হয় বেশ আছি বেঁচে
এ জীবনকে যদি বাঁচা বলো তফাৎ কি মরায়
এটাই নাকি অনেক পাওয়া বলছে তারা যেচে।
সত্যি বেঁচে আছি তবে জীবন্ত একটা লাস
উঠতে না বসতে না ,চলতে না , ফিরতে না ,
করতে না দেখতে না , শুনতে না , জানতে না,
সব কিছুতেই না না না ।
তবে আর না , বেশ সময় হয়েছে পার
প্রাণহীন এ জীবনের এবার চাই অবসান
মৃত্যুকে আর ভয় কিসের আগেই যখন মরেছি
এ মরন রণভেরী করবে ফেরি জীবনের জয় সোপান।
হ্যা হ্যা আমি বিদ্রোহী দেশদ্রহী জঙ্গি আমি যোদ্ধা
এবার যুদ্ধ হবে এ বিদ্রোহ আমার বাঁচতে চাওয়া।
আসুক মহাপ্রলয় ,সিডর,আইলা ,ঝড় তুফান
উল্কাগ্নি ঝড়ে ঝলসে যাক অবনি
ভেঙে যাক অত্যাচারীর দম্ভ শাষণভার
আসুক মানবের মুক্তি শোষণ মুক্ত ধরনি।।