মানুষ পৃথিবীর একমাত্র সভ্যজাতি
নিভু নিভু করে বেচেঁ আছে কিছুটা খ্যাতি
জীবন মান উন্নত তবে স্বভাবে হিংস্র
খায় মনুষ্য রক্ত মাংস আর ধর্ষন অজস্র।

আজ এ মানবের কাণ্ড দেখে বনের পশুরা হাসে
তারা শিকার করে শুধু ক্ষুধার জন্য অযথা পরে না কেউ ত্রাসে।
নিজে বড় তবু অন্যায় ভাবে করেনা হত্যা
স্বাধীন ভাবে বেচেঁ থাকে অবিরাম আপন স্বত্তা।

কিন্তু মানুষ বড়ত্ব প্রমাণে কত অস্ত্র কত কৌশল
নিজ স্বার্থ চরিতার্থ করতে পড়ায় পরাধীনতার শৃঙ্খল।
রচনা করে বেগুনাহগারকে দিতে ফাঁসি
অপরাধীর সাথে গলাগলি করে হাসে অট্টহাসি।

বন্ধুবেশে এসে হানে ছুরি বুকে শুধু মুখেই নন্দলাল
মানব না দানব কেটে দেখ তোর ও দেহে আছে রক্তলাল।
ভোগে নয় ত্যাগেই সুখ এই মতে ব্রতি হ
সবার অধিকার ফিরিয়ে দিয়ে এবার তবে মানুষ হ।

<<<<<<<<<<<<00>>>>>>>>>>>>>