ভুলতে পারিনা তাকে
অনেক চেষ্টা করেছি আমি
ভুলতে তাকে দিনে রাতে,
পারিনি আমি চেষ্টা করে
থাকে সে আমার সাথে।
অনেক স্মৃতি তার সাথে
ভুলব আমি কেমন করে,
একটু অবসর পেলেই
তার কথাই মনে পড়ে ।
আমি মানতে পারিনা
সে পর হয়েছে আমার,
মনে হয় আমারি আছে
ভুলে যাই আমি বারবার।