যখন তোমায় আমি কাছে পেয়েছি
হারিয়েছি সব ভয়,
তুমি আশেপাশে থাকলেই আমি
করতে পারব সব জয়।
মাঝে মাঝে খুব ভয় হয়
তোমাকে হারানোর ভয়,
তোমাকে নিয়েই আমি বাঁচতে চাই
জানি ছাড়বেনা আমায় নিশ্চয় ।
তুমি আমার চিরদিনের সুর
ভয় পাইনা আমি আর,
তোমার ভালবাসার উষ্ণ পরশে
কেটে যাবে সব অন্ধকার।