তুমি এসে
চলে গেছ অনেক দূরে
আজও বাতাসে আমি তোমার গন্ধ পাই
তোমাকে অনুভব করি।
আমার এলোমেলো জীবনে
তুমি এসেছিলে ঝড়ের মতো
আরও বেশী এলোমেলো হয়েছে জীবন
কেটে গেছে অনেক বিরান সময়।
তুমি ভালো আছ আজ
ভালো থেকো সবসময়
আমি ভালবেসেই যাব
সেই আগের মতো করে।