তোমায় নিয়ে
আজও আমি স্বপ্ন দেখি
স্বপ্নে বারবার তুমি চলে আসো
কেন যে বারবার স্বপ্নে দেখি
আমি স্বপ্ন দেখতে চাইনা
স্বপ্নেরাও পিছু ছাড়ে না ।
তুমি আছো আজ ঐ দূরে
অনেক অভিমান নিয়ে দূরে
তুমিও কি স্বপ্ন দ্যাখো
আমার মতো করে
আমিও কি তোমার স্বপ্নে আসি?
জানার ইচ্ছে হয় খুব।