তোমার কাছে উড়ে যাব আমি
আছো তুমি অনেক দূরে ভিনদেশে
সেখানেই চলে যাব আমি
সারসের শুভ্র ডানায় ভেসে ।
তোমার কাছে উড়ে যাবো আমি
তোমাকে খুব দেখতে ইচ্ছে হয় তাই
মেঘের ডানায় ভেসে চলে যাব আমি
চলে যাব ঠিক তোমার কাছে।
তোমার কাছে উড়ে যাব আমি
পাখিরা যেভাবে উড়ে যায় দূরে
সেভাবেই চলে যাব আমি
তুমি কি কাছে নেবেনা তখন আমায়?