ভাল লেগেছে তোমায়
তোমাকে ভালবেসে ফেলেছি ,
তোমাকে দিলাম সব
তোমাকে আপন করে নিয়েছি।
সবসময় কাছে পাশে থেকো
কখনো ছেড়োনা হাত ,
তমোমায় ছাড়া থাকতে পারবোনা
নেমে আসবে অন্ধকার রাত।
তোমায় ভালবেসে আমি
কাটিয়ে দিব জীবন ,
একটাই অনুর রোধ করি
পাশে থেকো আজীবন ।