সব জুলুমের অবসান হবে
এটাই চেয়েছিলেন তিতুমীর ,
তাইতো আমরা মনে রেখেছি
ছিলেন অনেক বড় বীর ।
অন্যায়ের সাথে তিতুমীর
করেননি আপোষ কখনো ,
তাইতো জীবন দিতে হলো
অনুপ্রেরণা তিনি এখনো ।
আবার আসার দরকার
তিতুমীরের মর বীরের ,
অত্যাচারীর মূলোৎপাটন হবে
শান্তি আসবে পৃথিবীর ।