স্তব্ধতা এসে গ্রাস করে
লোকালয়ে আজ নিরবতা
নাবিকেরা সব হাল ছেড়েছে
মনের ভেতর আজ বিষণ্ণতা ।
আশ্বিন কিংবা অঘ্রাণে
আজ নেই কোন আর উৎসব
সবকিছুই লোক দেখানো
মানুষ আজ হয়ে গেছে জান্তব।
মন তাই আজ বিদ্রোহ করে
চলে যেতে চায় অচিনপুরে,
কোলাহল আর যান্ত্রিকতা ছেড়ে
মন যেতে চায় আমার অনেকদূরে ।