সত্য বাণী আঁকড়ে ধরে
সামনে যেতে হবে হে মুসলিম ,
ভয় পেয়ে থামলে হবেনা
সামনে আসছে ঘোর দুর্দিন ।
ইস্পাত কঠিন ঐক্য আর সাহস
ভেঙে দিতে হবে জালিমের দেয়াল,
সকল বাধা উপড়ে ফেলে
ধ্বংস হবে পাপীর খেয়াল।
খোদার সাহায্য আসবে তবে
জয়ী তুমি হবেই হবে,
মজলুমের দোয়া অবশ্যই দেখো
তোমার সাথে সঙ্গী হবে।
দ্বিধাদ্বন্দ্ব সব দূরে সরিয়ে
এককাতারে আসতে হবে,
উভয় জাহানেই কেবল তুমি
তখন তুমি শান্তি পাবে।