সন্ধ্যার আঁধারে
তারও যখন কিছু পরে
নক্ষত্রের মাঝে আমি খুঁজেছি
কেটে গেছে কেবল দিন রাত সময়।
ধানসিঁড়ি নদীর তীরে
বসে থেকে কেটেছে কত সময়
নদীতে বয়ে গেছে জল অবিরল
কেটে গেছে কেবল দিন রাত সময়।
বিমর্ষ পাখির মতো বসে থেকেছি
কল্পনায় চলে গেছি অনেক অনেক দূরে
আকাশের মেঘের মতো হারিয়েছে অজানায়
কেটে গেছে কেবল দিন রাত সময়।