শকুন এসেছিল এই বাংলায়
আমরা তাদের তাড়িয়েছি
এসেছিল লুট করতে ক্ষতি করতে
অনেক ক্ষতিও করেছিল শকুন
কিন্তু পালাতে বাধ্য হয়েছে
বাংলার দামাল ছেলের তাড়া খেয়ে।
শকুন এসেছিল এই বাংলায়
থাকতে পারেনি বেশিদিন
নয়মাস পরেই পালিয়ে গেছে
কোনরকম নিজের জান বাঁচিয়ে
পালিয়ে গেছে অনেক দূরে
বাংলার দামাল ছেলের তাড়া খেয়ে।