শুধু তোমার
একটু কথা শোনার জন্যে
হেঁটে গেছি মাইলের পর মাইল
তপ্ত দুপুরে
ক্লান্ত হইনি কখনো
ভেবে গেছি তোমার কথা
পেতে চেয়েছি কেবল তোমায় ।
বর্ষণমুখর রাতে
ভিজে দাঁড়িয়ে থেকেছি
তোমার বাড়ির সামনে
একটু দেখতে চেয়েছি তোমায়
একটু ভালবাসতে চেয়েছি
একটু কাছে আসতে চেয়েছি
চেয়েছি আমি শুধু তোমায় ।