সেই কবিরা আজ কোথায় ?
কোথায় হারিয়েছে তারা?
শেলি , কিটস বা জীবনানন্দ
কোথায় আজ সবাই?
সবাই হারিয়েছে অজানায়
অনেক অভিমান নিয়ে চলে গেছে
যেখানে সবাইকে যেতে হয়
যেখানে সবাই চলে যায় ।
সেই কবিরা আজ কোথায় ?
রোমের কিংবা ব্যবিলনের?
হারিয়েছে সব অন্ধকারে
সে এক ভয়ংকর অন্ধকার
সবাইকেই যেতে হয় সেখানে
প্রাচীন , বর্তমান ,ভবিষ্যতের কবি
সবাইকেই যেতে হবে সেখানে
একবুক অপূর্ণতা নিয়ে।