সেই জাম গাছ আজও আছে
একটু সময় পেলেই চলে যেতাম
কেটে যেত সকাল দুপুর বিকেল
সেই জাম গাছ আজও আছে।


কেমন যেন হয়ে  গেছে গাছ
নাকি আমিই বুড়িয়ে গেছি
ঠিক  বুঝতে পারিনা
আজ আর সেই আনন্দ পাইনা।

সেই জাম গাছ একদিন মরে যাবে
যেভাবে চলে যাব আমিও একদিন
পাখি এসে বসবেনা আর গাছে
আমার কথাও সবাই ভুলে যাবে।