স্বাধীনতা আজ সব ফসলের মাঠে
স্বাধীনতা মানে স্বাধীনভাবে দিন কাটে
স্বাধীনতা আজ মজুরের কষ্টের ঘামে
স্বাধীনতা আজ সব শ্রমজীবীর মনে।
স্বাধীনতা আজ সকল গল্প কবিতায়
স্বাধীনভাবে লিখছে আজ কবিতার খাতায়
স্বাধীনতা আজ সব বইয়ের পাতায়
স্বাধীনতা আজ সব গানের মেলায়।
স্বাধীনতা আজ সবার অবিরাম চলা
স্বাধীনতা মানে আজ পল্টনে কথা বলা
স্বাধীনতা আজ ইচ্ছে মতো কান্না হাসি
স্বাধীনতা টাকে আমি বড্ড ভালবাসি ।