প্রথম প্রেমের স্মৃতি
ভুলে গেছে নীলিমা,
কিভাবে এতদুর এসেছে
আজ সে নিজেই জানেনা।
ঐ আকাশ দেখতে দেখতে
ফেলে এসেছে অনেক দিন,
সেদিনের সেই লাজুক নীলিমা
আজ অনেক পরিণত রঙিন ।
তবুও মাঝে মাঝে তার
বুকের ভেতর কেমন করে,
মনে পড়ে অনেক কিছু
প্রজাপতিরা সব আসে ফিরে।