গুমোট আবহাওয়া আর শান্ত প্রকৃতি
কেমন যেন এক বিশ্রী নীরবতা
এর মধ্যেই পাই আমি প্রলয়ের আভাস
বুঝতে পারি তীব্র আলোর মত আসবে প্রলয়।
আসবে হঠাত করেই বিদ্যুতের বেগে
সব কিছু ধ্বংস করে আসবে নতুন সভ্যতা
স্তব্ধ অন্ধকার শেষে আসবে নতুন আলো
আসবে নিশ্চয় সেদিন এক বিস্ময়ের ভোর ।