প্রেমিকার ভালবাসা
সব আজ হয়ে গেছে মানুষ দেখানো
নেই সেখানে সত্যিকারের ভালবাসা
আছে শুধু সময় কাটানো আর স্বার্থপরতা ।
সব আজ হয়ে গেছে কেমন
কেউ কাউকে অনুভব করেনা
ভালবাসা আজ বন্দী ফাস্টফুডে আর শপিং মলে
কেউ আজ ভালবাসতে পারেনা।
প্রেমিকারা আজ আর অপেক্ষা করেনা
সম্পর্ক তাদের কাছে যেন বালির বাঁধ
এক সম্পর্ক ভাঙ্গে, আরেক সম্পর্ক হয়
এভাবেই চলছে আজ দিনকাল।