তোমার মুখপানে চেয়ে উল্লাসে লিখেছি কত কবিতা
ভালবাসি তোমায় অনেক বেশী তুমি কি বোঝনা তা ?
তোমাকে নিয়ে দেখেছি স্বপ্ন আমি গভীর বিশ্বাসে
তোমাকেই অনুভব করি আমি আমার প্রতি নিঃশ্বাসে।
জানি তুমিও ভাল বাস অনুভব কর সবসময় আমায়
এভাবেই থেকে যেও সারাজীবন ভুলোনা কভু আমায়
যে কটা দিন পাব কাটিয়ে দেব আমরা ভালবেসে
নিন্দুকেরা হিংসায় জ্বলে পুড়ে কষ্টই পাবে অবশেষে।