নিস্তব্ধ রাতে জোনাকির আলো আর এই আমি
কত কথা আমি ভাবি ,কূলকিনারা নেই আমি জানি
আশ্চর্য আলোড়ন হয় মনে কেমন শূন্য বোধ হয়
এভাবেই নদীর মত ঢেউ তুলে চলে যায় সময়।
নিস্তব্ধ রাতে তারারা কথা বলে , কি কথা জানিনা
এভাবেই ভোর হয় তারারা কোথায় হারায় বুঝিনা
নিস্তব্ধ রাত আবার ফিরে আসে, আবার জেগে থাকা
আবার আসে ভোর ,এভাবেই অনেকে জেগে থাকে একা।