তোমার উঠোনে আমি এসেছিলাম
তুমি ফিরিয়ে দিয়েছ অবহেলায়
কষ্ট পেয়ে পেয়ে সরে গেছি আমি
কি হারিয়েছ তুমি আজও জানলেনা হায়।
তোমার উঠোনে আমি এনেছিলাম মরূদ্যান
মরীচিকা ভেবে তুমি করেছ ভুল,
আজ আর কোনভাবেই আমাকে পাবেনা
কষ্ট পেয়ে পেয়েই দিতে হবে ভুলের মাশুল।
তোমার উঠোনে এনেছিলাম চাঁদের আলো
উপেক্ষা করেছ ভরেনি তোমার মন,
আর অনেক ডেকেও পাবেনা এই আমাকে
কেঁদে যেতে হবে তোমাকে সর্বক্ষণ