আগুনে পুড়ে পুড়ে আজ আমি
খাঁটি সোনায় পরিণত হয়েছি
তোমারি দেয়া কষ্ট পেয়ে
আজ আমি পরশপাথর হয়েছি।
আজ আমার কষ্ট নেই আর
এখন শুধু কষ্ট কিনি আমি,
তোমাদের যার যত দুঃখ আছে
দূর করতে পারব বলে যাই আমি।
আসবে কি কেউ কাছে আমার
দুঃখ আমায় তোমরা দিয়ে যাও
আমার দেয়া অসীম সুখ নিয়ে
তোমরা তোমাদের সংসার সাজাও।