আমাকে ছেড়ে আজ তুমি চলে যাচ্ছ
দুদিন পরেই তোমার বিয়ে
জানি অনেক সুখী হবে তুমি
কিন্তু হয়ত পড়বে মনে আমাকে ।
তোমার প্রথম প্রেম ছিলাম আমি
অন্তত তুমি তাই বলেছিলে
প্রথম প্রেম ভোলা কি এতই সহজ?
মনে পড়বেই তোমার আমাকে।
তোমার সব বিপদে আপদে
ছায়ার মত আমি ছিলাম
কিভাবে ভুলে যাবে তুমি আমাকে?
আমাকে পড়বেই মনে তোমার ?
মগ্ন হয়ে থাকবে তুমি তোমার কাজে
তার ফাঁকেই কোন না কোন ভাবে
আমাকে তোমার মনে পড়ে যাবে
পালিয়ে যেতে তুমি পারবেনা।