চলে গেছে কত বিরান সময়
পার হয়ে গেছে কত সকাল দুপুর রাত
মনে অভিমান নিয়ে কেঁদেছি সারারাত
আসবেনা তুমি মনে জেগেছে সংশয় ।
আমি অপেক্ষা করি আরেক ফাল্গুনের
তুমি আসবে চলে আমার কাছে রমার মতো
থাকবে তুমি আমার কাছে সারা দুপুর
স্বপ্ন গেঁথে যাব আমরা শত শত ।
জানি আরেক ফাল্গুনে তুমি আসবেই
মায়াবী চোখ আর স্নিগ্ধ মন নিয়ে
রাঙাবে আমার জীবন ভালবাসা দিয়ে
আমাকে তুমি সুখের সাগরে ভাসাবেই।