ক্রন্দনরোল কি শোনা যায় ?
শোনা যায় আয়লান কে?
শোনা যায় আর্ত চিৎকার বার্মার?
ইরাক কিংবা আফগানিস্তানের।
পশু চিৎকার করলেও কেঁদে উঠে
অনেক মানুষের মন
ফিলিস্তিনের বাচ্চারা কাঁদলেও
কাঁদে না মানবতার দুশমন ।
ক্রন্দনরোল কি শোনা যায়
নাকি কানে দিয়েছ তালা?
মুসলিমের নাম শুনলেই তোমাদের
গায়ে ধরে জ্বালা ।
একদিন ঠিকই মনে পড়বে
অসহায় মানুষের ক্রন্দনরোল
পাপের শাস্তি পাবে যেদিন
ফেলবে শুধু চোখের জল।