শুধু একটি শহীদ মিনার
এইটুকুতেই সব শেষ ?
অনেককিছু চাই মোরা
ভালবাসার এই বাংলাদেশ।
সব শহীদের স্মৃতি মোরা
বাঁচিয়ে রাখব এই বাংলায়,
ঘুমিয়ে আছে তারা কবরে
স্মরণ করি সকাল সন্ধ্যায়।
শুধু একটি শহীদ মিনার নয়
চাই তিরিশ লক্ষ মিনার,
একদিন হবে জানি তা
করি আমরা অঙ্গীকার ।