সে হারিয়ে গেছে আমার থেকে
কোন এক দিগন্তের পারে
নানা রঙের রঙ মেখে
খুঁজি শুধু আমি তারে।
দিগন্ত থেকে দিগন্তে
তারে আমি খুঁজে বেড়াই
সেকথা সে যদি জানতে
ছুটে আসতে আমার প্রান্তে।
এভাবে কি শুধুই আমি
খুঁজে যাব তোমায় ,
আসবেনা কি কাছে তুমি
রাখবে কি আমায় অপেক্ষায়?