অনেক কষ্টের আমার বাংলাদেশ
আমার ভালবাসার বাংলাদেশ
আমার ভাললাগার বাংলাদেশ
আমার সোনার বাংলাদেশ
আমি তোমার কথাই বলতে চাই।
চিরসবুজ আমার এই বাংলাদেশ
দুঃখিনী মায়ের এই বাংলাদেশ
লাল সবুজের এই বাংলাদেশ
শ্রমিক মজুরের এই বাংলাদেশ
আমি তার কথাই বলতে চাই।
আমার ৭১ এর বাংলাদেশ
আমার বহু পুরনো বাংলাদেশ
আমার সম্ভাবনার বাংলাদেশ
আমার সহজ সরল বাংলাদেশ
আমি দেশের কথাই বলতে চাই।