ট্রেনে যাবার সময়
হঠাৎ মন খারাপ হয়ে গেল
দেখলাম কিছু অসহায় মানুষ
জীবন যাদের খুব কষ্টের
তাদের দেখার কেউ নেই।
তারা বড় অসহায়
কোনভাবে তাদের দিন যায়
একটা করে দিন শুধু চলে যায়
তারা যেমন আছে তেমনই থেকে যায়
এদের জন্য একটু ভাবা দরকার
কিছু একটা করার দরকার
ট্রেনে যেতে ভাবি বসে বারবার।