পথে যেতে যেতে
এক কিশোরী কে দেখলাম
দুষ্টুমি ভরা চোখে তাকিয়ে ছিল
আমি মুগ্ধ হয়ে গেলাম
হঠাত করেই তাকে হারিয়ে ফেললাম।
বাসায় ফিরে এসেই
তার কথা মনে পড়ল
তার দুষ্টু মাখা হাসি মনে পড়ল
মন বসাতে পারলাম না কিছুতেই
মনের ভেতর জুড়ে রইল।
রাতে ঘুমানোর সময়ও
তার কথাই মনে পড়ল
ভাবলাম সেও নিশ্চয় শুয়ে আছে
চিন্তা করছে উদ্ভট সব কিছু
স্বপ্নের ভেতরেও সে দিল দেখা।
পথে যেতে যেতে যাকে দেখলাম
তাকে নিয়েই সারাদিনরাত কেটে গেল।