অন্ধ কবি আজ বড্ড বেড়ে গেছে
হয়ে গেছে তারা চাটুকার ,
টাকা পেলেই বলছে তারা
আহা ! সবকিছু বড় চমৎকার ।
খাচ্ছে তারা কাবাব রুটি
দিচ্ছে আড্ডা পানশালায়,
ধর্মের কথা শুনলেই তারা
খারাপ ভাবে নাক সিটকায় ।
মেয়ে অকবিদের দেখলে তারা
হয়ে যায় পাগলপ্রায় ,
নতুন কবিদের স্বীকৃতি দিতে
আজ তাদের প্রায় জীবন যায় ।
এসব অন্ধ কবি দেখলে আমার
অনেক বেশী করুণা হয়,
হারিয়ে যাবে অন্ধ কবিরা কালের স্রোতে
এ বিষয়ে আমি নিশ্চিত প্রায়।