আমারে স্থান দাও
গভীর অরণ্যের মাঝে
সব পাপাচ্ছন্ন সভ্যতা থেকে
আমাকে মুক্তি দাও।
আমারে স্থান দাও
গহীন বনের মাঝে
নিভৃতে কাটাতে যেন পারি
জীবনের বাকী কটা দিন।
আমারে স্থান দাও
সবুজ বনের মাঝে
প্রকৃতির সান্নিধ্যে যেন কাটাতে পারি
সবুজের মাঝেই যেন মরতে পারি।
আমারে স্থান দাও
অন্ধকার বনের মাঝে
কোলাহল দূষণ থেকে মুক্তি দাও
প্রকৃতির মাঝেই থাকতে দাও।