একজন কবিকে চিনি
তিনি আপাদমস্তক একজন ভণ্ড
নির্দ্বিধায় মিথ্যা বলতে পারেন
মিষ্টি করে কথা বলেন
প্রশস্ত মেদবহুল শরীর তার
কামুক ঘোলা তার দৃষ্টি
এই ধরণের মানুষ এসেছেন কাব্যচর্চা করতে
কোন কোন কবি আবার তার প্রশংসাও করেন।
কবি আবার রাজনীতিও করেন
লিখে ফেলেন দ্রুত তোষামোদি কবিতা
পাঞ্জাবি পায়জামা পরে হাঁটেন
নিজেকে উচ্চমার্গের কবি দাবী করেন
কিছু বোধশক্তিহীন তার আবার ভক্তও
এই ভণ্ডকে দেখে আমার মনে হয়
জীবনানন্দ দাশ কবি ছিলেন
আবার এই বদমাশও একজন কবি!!!