অনুভূতিরা সব মরে গেছে
কোথায় যেন অভিমান করে চলে গেছে
নীলাকাশ দেখেও আজ আনন্দ পাইনা
বৃষ্টিতে ভিজেও আজ আনন্দ পাইনা
প্রেমিকার সাথে ফোন আলাপেও উৎসাহ পাইনা
প্রেমিকার হাত ধরতেও ভাল লাগেনা
প্রেমিকাকে কাছে পেতেও ইচ্ছে জাগেনা
কোন কিছুই এখন ভাল লাগেনা আমার।
অনুভূতিরা সব মরে গেছে আমার
অনুভুতিরা সব মরে গেছে আমার।