আজকাল সকাল সন্ধ্যা বা রাত
বড্ড পানসে মনে হয়
তুমি ছিলে যখন আমার কাছে
সবকিছু খুব উজ্জ্বল উচ্ছল মনে হতো
আর এখন সবকিছু পানসে মনে হয়।
সারস উড়ে গেলেও আর ভাল লাগেনা
ভাল লাগেনা নীলাকাশ, বর্ষার বৃষ্টি
শীতের সকালের কুয়াশাও খুব পানসে লাগে
বর্ষা রাতে ভিজতে ইচ্ছে করেনা
নীরব হয়ে বসে থাকতেই আজ ভাল লাগে।
আমার কি হয়েছে বলতে পারিনা
বিষণ্ণতার নোনাজল কেবল বের হয়
এভাবে বেঁচে থাকতেও আজ ইচ্ছে করেনা
চলে যাচ্ছে এভাবে সব ধূসর সময়
সবকিছু বড্ড পানসে মনে হয়।