আয়লান
আমাদের ক্ষমা করে দিও
আমরা কিছুই করতে পারিনি তোমার জন্য
তোমার মৃত্যুর দিনেও আমরা ভোজ করেছি
কম্বলের নিচে শান্তির ঘুম দিয়েছি
আমাদের কোন সমস্যা হয়নি।
আয়লান
তুমি সত্যিই দুর্ভাগা
আমরা কিছুই করিনি
আমরা কিছু করতে পারিনি
আমরা সবাই স্বার্থপর ,বর্বর
আমাদের ক্ষমা করে দিও আয়লান।